কক্সবাজার:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, একটি ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। ছবির মাধ্যমেই মানুষের কান্না, ক্ষুদা, বিপ্লব ও প্রতিশোধের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা যায়। রোহিঙ্গা নির্যাতন এবং তাদের দূর্দশার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ও জনগণের ভূমিকার প্রতিচ্ছবিও তুলে ধরতে হবে। ১৪ আগস্ট মঙ্গলবার দুপুরে কক্সবাজারের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে একশনএইড আয়োজিত রোহিঙ্গাদের অবস্থা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীতে মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল, ত্রাণ সচিব শাহা কামাল, কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, একশন এইড বাংলাদেশের ওবিআই চেয়ারপার্সন মনজুর হাসান ও কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির প্রমূখ। অনুষ্ঠানে রোহিঙ্গা এক্সোডাচ নামে একটি ফটো অ্যালবামের মোড়ক উম্মোচন করেন অতিথিরা।