আব্দুল খালেক মাসুদ:কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বোরহান উদ্দীন ভুট্টো (৩০)।তিনি কক্সবাজার সদরের ঈদগাঁওস্থ ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম পাড়ার অহিদুর রহমান প্রকাশ কালা পুতুর ছেলে।
২৬ জানুয়ারি সকাল ১০ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। ভারুয়াখালী ইউপি সদস্য ফজলুল হক জানান, এলাকার তেতৈয়াঘাট সংলগ্ন লবণ চাষের জমি এলাকায় সকালে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন লাশটি পার্শ্ববর্তী এলাকার ভুট্রো বলে সনাক্ত করে ।
পরে ঈদগাঁও তদন্ত কেন্দ্রকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এদিকে স্থানীয়রা ২৫ জানুয়ারী দিবাগত রাত ১২ টার দিকে গুলা-গুলির শব্দ শুনেছে বলে জানাগেছে। তবে কিভাবে ,কি কারণে বা কারা এ খুনের ঘটনা ঘটতে পারে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে যাওয়া এসআই সনজিত গুলিবিদ্ধ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি মর্গে পাঠানো হয়েছে। তবে অভিযোগ উঠেছে নিহত বোরহান উদ্দীন ভুট্টো সঙ্গে স্থানীয় বখাটে জুনাইদের সাথে বিরোধ ছিলো।