ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন হসপিটাল বিশেষায়িত স্বাস্থ্যসেবার মাধ্যমে সামাজিক দায়বোধের দৃষ্টান্ত স্থাপন করেছে

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

জানুয়ারি ১, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ইউনিয়ন হসপিটাল বিশেষায়িত স্বাস্থ্যসেবার মাধ্যমে সামাজিক দায়বোধের দৃষ্টান্ত স্থাপন করেছে

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারে বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সামাজিক দায়বোধের দৃষ্টান্ত স্থাপন করেছে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি। কক্সবাজার শহরের হাসপাতাল রোডে অবস্থিত হসপিটালটির বাৎসরিক মার্কেটিং এন্ড ব্রান্ডিং কনফারেন্সে বক্তারা এ দায়বোধের কথা জানান।

বুধবার (১ জানুয়ারি) সকালে ইউনিয়ন হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত কনফারেন্সে মার্কেটিং বিভাগের পারফরমেন্স প্রদর্শন করা হয়।

কোম্পানীর ডিরেক্টর- মার্কেটিং এন্ড প্রমোশন মোয়াজ্জেম হোসাইন সাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা ইউনিয়ন হাসপাতালের আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিটি স্ক্যান, কিডনী ডায়ালাইসিস, ক্যামো থেরাপি ও ইকো’সহ বিশেষায়িত সেবাগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন। কক্সবাজারে বিশেষায়িত সেবাগুলো নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি সামাজিক দায়বোধের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন তিনি।

সভাপতির সমাপনী বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান এডভোকেট তবারক হোসাইন ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি সামাজিক দায়বদ্ধতা পালনে ভবিষ্যতে আরও অগ্রণী ভ‚মিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কনফারেন্সে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীর ভাইস চেয়াম্যান আবদুল্লাহ আল মুকিত চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ শাহাজাহান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ খোরশেদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বেলাল উদ্দিন জয়, ডিরেক্টর-এইচআর এডভোকেট মোসলেম উদ্দিন ভূঁইয়া, ডিরেক্টর ফিন্যান্স আল মামুন, ডিরেক্টর অপারেশন এনামুল হক ও ডিরেক্টর ইমরানুল কবির।

কনফারেন্সে ম্যানেজার (মার্কেটিং) মো. শাহাবুদ্দিন আরমানের নেতৃত্বে মার্কেটিং বিষয়ে নাটক উপস্থাপন করে সবার নজর কাড়ে। কনফারেন্স শেষে হসপিটালের বিশেষায়িত কোর্স “প্রাথমিক স্বাস্থ্য প্রশিক্ষণ” সম্পন্নকারী মার্কেটিং অফিসারদের মাঝে সনদ বিতরণ করা হয়।

#

সম্পর্কিত পোস্ট