বিনোদন ডেস্ক: লাক্স সুপারস্টার ২০১৮-এর প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ সামিয়া আক্তার অথৈ। এসব বিষয় ও অন্যান্য কাজ নিয়ে কথা হয় তার সঙ্গে।
শুনলাম নাটকে কাজ করছেন-
বাশার জর্জিসের পরিচালনায় ১০ পর্বের একটি নাটকে কাজ করছি। নাটকের নাম ‘চিলেকোঠার গল্প’। এ ছাড়া রেজানুর রহমানের পরিচালনায় ‘চাঁদ উঠেছে ফুল ফুটেছে’ নাটকে কাজ করবো। ২৬ মে উত্তরায় এর শুটিং শুরু হবে। এটি আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে।এখানে আমি সজল ভাইয়ের বিপরীতে কাজ করবো।
সজলের সঙ্গে কি এটা প্রথম কাজ?
হ্যাঁ, সজল ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। শুধু তাই নয়,এই নাটকে অভিনয়ের সুবাদে তার সঙ্গে আমার প্রথম দেখাও হবে। তার নাটক অনেক দেখেছি। এখন তার কো-আর্টিস্ট হিসেবে আমি কাজ করবো। আমার ভালো লাগছে। সজল ভাই অনেক বেশি রোমান্টিক।