নিউজ ডেস্ক: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আজ বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশনে (ইসি)। নির্বাচন কমিশন ভবনে বিকাল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভোটগ্রহণ কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেবে ইসি। আগামী ৩০ জুলাই তিন সিটিতে ভোটগ্রহণ।ইসি সূত্র জানায়, বৈঠকে রাজশাহী, বরিশাল ও সিলেট জেলার পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া বৈঠকে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীসহ সকল বাহিনীর প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। ইসি কর্মকর্তারা জানান, বৈঠকে তিন সিটির বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এছাড়া সাধারণ কেন্দ্রে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হবে, এ বিষয়েও নির্দেশনা দেয়া হবে।সূত্র জানায়, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ভিডিপিসহ ২৪ (১২ জন অস্ত্রধারী) জন সদস্য মোতায়েন থাকবে। সাধারণ কেন্দ্রে ২২ (১০ জন অস্ত্রধারীসহ) জন সদস্য মোতায়েন থাকবে।এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসার সমন্বয়ে কোন সিটিতে কত সংখ্যক মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে তা নিয়ে আলোচনা হবে।