ঢাকাবৃহস্পতিবার , ১৫ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু নিয়ে অনিশ্চয়তা

প্রতিবেদক
সিএনএ

নভেম্বর ১৫, ২০১৮ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

জসিম সিদ্দিকী, কক্সবাজার: অবশেষে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। প্রত্যাবাসন শুরুর জন্য সব প্রস্তুতিই শেষ করেছে বাংলাদেশ। তবে এ ব্যাপারে স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও নানা সূত্র দাবি করেছে, তালিকাভূক্ত রোহিঙ্গাদের অনীহার কারণেই প্রত্যাবাসন সময়মতো শুরু নাও হতে পারে।
কেননা তালিকাভুক্ত ২ হাজার ২৬০ জন রোহিঙ্গার মধ্যে অনেকেই ক্যাম্প থেকে অন্যত্র চলে গেছেন। আর যারা এখনও রয়েছেন তাদের দাবি, তালিকায় নাম থাকলেও তারা ফেরত যেতে রাজি নন। কারণ তারা মিয়ানমারের দেয়া প্রতিশ্রুতি বিশ্বাস করতে চান না। গতকাল থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও, এ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তবে, প্রত্যাবাসনের সব প্রস্তুতিই শেষ করেছে বাংলাদেশ। শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক কমিশনার আবুল কালাম জানান, ৩০টি পরিবারের দেড়শো সদস্যকে ১৫ নভেম্বর মিয়ানমারে পাঠানোর কথা ছিলো। তবে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, তালিকাভুক্ত পরিবারগুলোর সাক্ষাতকারের কাজ শেষ করা যায়নি। তাছাড়া তালিকাভুক্ত ২ হাজার ২৬০ জন রোহিঙ্গার মধ্যে অনেকেই পালিয়ে গেছেন। যারা রয়েছেন তারাও মিয়ানমারে ফিরতে রাজি নন।

সম্পর্কিত পোস্ট