ঢাকাসোমবার , ১২ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

হৃদয় তোমায় ভালবেসেছে – কবি বিউটি দাশ

প্রতিবেদক
সিএনএ

জুলাই ১২, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

হৃদয় তোমায় ভালবেসেছে
বিউটি দাশ

যেদিন তোমার ঐ রক্তিম দু’চরণ
ভরিয়ে দেব স্বচ্ছজলসম
রক্তিম পদ্ম-পাপড়িতে
সেদিন তুমি দৃষ্টি রাখবে
আমার দু’টি আঁখিতে।।
আমি জিজ্ঞেস করবো না
তোমার চরণ ভরানো রক্তিম পদ্ম
না তোমায় ভালবাসার দু’টি আঁখি
কোনটা রক্তিম বেশী।।
সেদিন আমি জিজ্ঞেস করবো না
আমার আখিঁ জল
না তোমার পদতল জল
কোনটা কত স্বচ্ছ- পবিত্র।।
জলহীন নীল পদ্মে
ভরাবো তোমার বক্ষ
হৃদয় ভালবেসে তোমায়
আমি জিজ্ঞেস করবো না তাই।।
হৃদয়ের কথা হৃদয়ে জানে
প্রেম যে করে সে প্রেমিক বুঝে
হৃদয়ের প্রেম নীলে না পদ্মনীলে
নীল হয়েছে হৃদয় তোমায় ভালবেসে।
যেখানে লেখা স্বর্গের দেবতা
ঐ নীলেই গড়িয়ে পড়বে
হৃদয়-অশ্রুজল হৃদয় প্রেমের তরে
নীলের উপর নীলে ভেঁসে তোমার হৃদয়ে।।
তবু জিজ্ঞেস করবো না
কোন নীলের গভীরতায় তোমার বক্ষ
আমার বক্ষ না হৃদয় অশ্রু ধারা
যে ধারা গড়িয়ে জমছে তোমার চরণতলে।।
সেদিনও জানতে চাইবো না
আঘাত-অপমান-রাগের ক্ষতে না
হৃদয় তোমায় ভালবাসার যন্ত্রণার
বিষে
অনির্বাণ জ্বলছি জীবন-মৃত্যুর নীলে।।
হৃদয়ের ক্ষতস্থানে যে প্রেম দান করে
সে প্রেম হৃদয়ের ক্ষত সারে ঠিকই
কিন্তু তার বিপরীতে হৃদয়ে প্রেমের
গভীর নীল বিষক্রিয়া সৃষ্টি করে
তবু না জীবন না মৃত্যু আনে!!
দানের প্রেম অধিকারহীন আর অধিকারহীন প্রেম হৃদয়-জীবনকে
প্রতিমুহূর্তে নির্মম মৃত্যু যন্ত্রণা দেয়
কিন্তু মৃত্যু দেয় না।।
উদারতা! স্রষ্টার সৃষ্টিতে হৃদয়ে এতো উদারতা সৃষ্টি!
যে উদারতায় অপমানবোধের
বিপরীতে বলে তবু ভালবাসি!
হৃদয়ে ভালবাসার জন্ম দেয়-নেয়!
তাঁরে কি আদৌ পেয়েছি কেউ ভালবাসি।।
জীবন যুদ্ধের সমস্ত অপমানের যন্ত্রণা
সেদিন ভুলেছি সত্য জেনেও যেদিন
বলেছিলে তবু তোমায় ভালবাসি !
সেদিনই পৃথিবীতে প্রথমবারের মতো
পরাজিত-প্রেমদান বিষে নীল হয়েছি।।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com