ঢাকাবুধবার , ৩০ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

হিফজুল কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল মহেশখালী শাখা

প্রতিবেদক
সিএনএ

জানুয়ারি ৩০, ২০১৯ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তিঃ
হুফফাজুল কুরআন সংস্থা কক্সবাজার এর অায়োজনে ৮ ম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও শানদার ক্বেরাত মাহফিলে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে মহেশখালী শাখা।
বুধবার (৩০ জানুয়ারি) ঐতিহ্যবাহী শহীদ দৌলত ময়দানে তাদের অনানুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়।
কক্সবাজার পৌরসভা মেয়র মুজিবুর রহমানের কাছ থেকে স্বীকৃতির ক্রেস্ট গ্রহণ করেন জামেয়া ইসলামিয়া গোরকঘাটা মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষক হুফফাজুল কুরআন সংস্থা মহেশখালী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল হাশেম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা একরামুল হক এবং এমদাদিয়া কাসেমুল উলুম মাদরাসার শিক্ষক সংস্থার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান।
এ সময় আয়োজক কমিটির আহবায়ক মাওলানা হাফেজ মাওলানা মুবিনুল হক ও সদস্য সচিব হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com