কক্সবাজার: কক্সবাজার সাগর পাড়ের লাবণী পয়েন্টে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। ১৪ আগস্ট সকাল ১০টায় কক্সবাজার সমুদ্র সংলগ্ন সৈকত পাড়ে এই প্রদর্শনী শুরু হয়। এই প্রদর্শনী চলবে ১৬ আগষ্ট পর্যন্ত। জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। সাগর পাড়ে এই প্রথম বারের মত ব্যতিক্রমধর্মী এমন প্রদর্শনীর আয়োজন করছে কক্সবাজার জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটি। খ্যাতিসম্পন্ন আলোকচিত্র সাংবাদিক পাভেল রহমানের তোলা ও সংগৃহীত শতাধিক ছবি নিয়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনী। এসব ছবির মধ্যে অনেকগুলোই রয়েছে দুর্লভ ছবি। প্রদর্শনী নিয়ে আলোকচিত্র সাংবাদিক পাভেল রহমান বলেন, সাগরের গর্জনের মতই বঙ্গবন্ধু গর্জে উঠেছিলেন পাকিস্তানীদের বিরুদ্ধে। সাগরের মতই ছিল তাঁর হ্রদয়।’ তিনি বলেন, কক্সবাজার জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটি জাতীয় শোক দিবসের এমন এক সময়ে প্রদর্শনী আয়োজনের ব্যবস্থা করে বেশ ভাল করেছে। কক্সবাজারের জেলা প্রশাসক ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন বলেন,জাতির জনকের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশ্বের দীর্ঘতম সৈকত তীরকে তাঁর স্মৃতি প্রদর্শনীর জন্য বাছাই করে নেয়া হয়েছে। সৈকতের লাবনী পয়েন্টে আলোকচিত্র প্রদর্শনী সবার জন্য উন্মক্ত থাকছে।