প্রেস বিজ্ঞপ্তি :: বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে কক্সবাজারের উচ্চ শিক্ষার প্রসারে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ক্য থিং অং ” শিক্ষাবন্ধু ” উপাধিতে ভূষিত হওয়ায় এবং কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক সাংসদ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন কে ডিজিটাল ‘কক্সবাজার সিটি কলেজ’ এর রূপকার হিসেবে স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট দিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সহযোগী অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ।সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, দৈনিক সমুদ্রকন্ঠের সহ-সম্পাদক স্বপন কান্তি দে,শরমিন ছিদ্দিকা, এড: ইকবাল হোছাইন,প্রভাষক রোমেনা আক্তার, সাধারণ সম্পাদক নওয়াব আলী নাইম,
সাংগঠনিক সম্পাদক মিন্টু দত্ত,
কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য আব্দুল হান্নান কামাল, প্রভাষক দিদারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমুদ্র কন্ঠের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মইনুল হাসান পলাশ।