ঢাকাশনিবার , ৬ অক্টোবর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

সরকারের আহবানে উন্নয়ন মেলায় বিদেশী ৫৫ সাংবাদিক

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ৬, ২০১৮ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার: বাংলাদেশ সফররত বিশ্বের ১০ টি দেশের ৫৫ জন সাংবাদিক সরকারের আহবানে কক্সবাজার উন্নয়ন মেলায় এসেছেন। ৬ অক্টোবরে তারা উখিয়ার রোহিঙ্গা শিবির, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে গতরাতে কক্সবাজার উন্নয়ন মেলার মঞ্চে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী বলেছেন,‘আমরা বিস্মিত হয়েছি বাংলাদেশ তার সীমিত সম্পদের মধ্যেও কিভাবে রোহিঙ্গা সমস্যার মত এতো বড় সমস্যা সামাল দিতে পেরেছে। ভারতের বাঙ্গালী এই খ্যাতিমান সাংবাদিক বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের তীরের মেরিন ড্রাইভ রোড আর সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে মুগ্ধ হয়েছি। তিনি বলেন, বাংলাদেশ সরকারের আহ্বানে এসেছি। সরকার গত ১০ বছর ক্ষমতায় থেকে দেশটিকে কোথায় নিয়েছে, কি উন্নয়ন কর্মকান্ড করেছে সর্বোপরি রোহিঙ্গা সমস্যা সরেজমিন দেখে বিশ্ববাসীকে সঠিক তথ্য জানানোর জন্য এসেছি। আর ১২ লাখ রোহিঙ্গাকে স্থান করে দেয়ায় কক্সবাজার জেলাবাসীকে ভারতীয় এই সাংবাদিক ধন্যবাদ জানান। মঞ্চে ইথিওপিয়া থেকে আসা একজন সাংবাদিকও বক্তব্য রাখেন।
এর আগে মেলার মঞ্চে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বিদেশী সাংবাদিকদের স্বাগত জানান। বিদেশী সাংবাদিকদের নেতৃত্ব দিচ্ছেন ভারতের নিউ দিল্লীর বাংলাদেশ হাই কমশিনের প্রেস মিনিষ্টার ফরিদ হোসেন। প্রসঙ্গত, সফররত সাংবাদিকরা হচ্ছেন ভারত, জাপান, ফিলিপিন, দক্ষিন কোরিয়া, ব্রাজিল, ইথিওপিয়া, তুরষ্ক, সৌদি আরব, ওমান ও কানাডার।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com