ঢাকাশুক্রবার , ৯ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

লাবণী ছাতা মার্কেটে আগুনে কোটি টাকার ক্ষতি

প্রতিবেদক
সিএনএ

নভেম্বর ৯, ২০১৮ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকত পাড়ের ছাতা মার্কেটে আগুন লেগে ১৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৯ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। জানা গেছে, সকাল সাড়ে ১১ টার দিকে লাবণী পয়েন্টের ৬নং ছাতা মার্কেটে শাহজাহানের বার্মিজ সামগ্রীর দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে ৬নং ছাতা মার্কেটে অবস্থিত ১৮টি দোকান পুড়ে যায়। কক্সবাজার দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ শাফায়েত জানান, প্রাথমিকভাবে জানা গেছে দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় আধা ঘণ্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। লাবণী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান জানান, ৬নং ছাতার নিচে ১৮টি দোকান ছিল। সব দোকানের মালামাল পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে গেছে। ব্যবসায়ীরা জানান তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। দমকল বাহিনী দ্রুত সাড়া না দিলে আরও দোকান পুড়ে যেতো বলে ধারনা তাদের।

সম্পর্কিত পোস্ট