ঢাকাবৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা

প্রতিবেদক
সিএনএ

সেপ্টেম্বর ৩০, ২০২১ ৫:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা শিবিরে বন্দুকধারীরা তার পরিচালিত সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) কার্যালয়ে তাকে গুলি করে। তিনি এআরএসপিএইচের চেয়ারম্যান ছিলেন।

১৪ এপিবিএনের পুলিশ সুপার নাইমুল হক জানান, প্রাথমিক খবরে জানা গেছে যে মহিব উল্লাহ কুতুপালং এক নম্বর শিবিরের ইস্ট ওয়েস্ট ব্লকের নিজের ঘর থেকে পাশেই তার সংগঠনের কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় ওঁৎ পেতে থাকা তিন চারজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।
জানা গেছে, মহিবুল্লাহকে রোহিঙ্গা শিবিরে এমএসএফের হাসপাতালে নিয়ে যাওয়ায়। এরপর তাকে কক্সবাজারে পাঠানো হয়েছে।

বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের প্রতিনিধি হিসেবে তিনি ২০১৯ সালে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের তত্কালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাত করেছিলেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com