ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকান্ডের ঘটনা উদ্দেশ্য মুলক, জড়িত রোহিঙ্গারা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক

মার্চ ৬, ২০২৩ ১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স :

রবিবার দুপুরে আগুনে পুড়ে যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের তিনটি ব্লক। একসময় আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়দের ঘরবাড়ীতে। কিছু সময়ের জন্য বন্ধ থাকে কক্সবাজার টেকনাফ সড়কের যান চলাচল।
অগ্নিকান্ডে ক্যাম্পের প্রায় দুই হাজার বসতঘর পুড়ে যায়। আশ্রয়হীন হয়ে পড়ে ১২ হাজার রোহিঙ্গা।

রবিবার দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে ১০ ও ১১নং ক্যাম্পের মাঝামাঝি জায়গায় আগুনের সুত্রপাত হয়। এসময় ১১ নং ক্যাম্পের তিনটি ব্লক পুড়ে ছাই হয়ে যায়।

প্রায় তিন ঘন্টা ও বেশি সময় পর সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মো: মিজানুর রহমান জানান,এনজিও গুলোকে নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে।আগুনে পুড়ে যাওয়া রোহিঙ্গা পরিবার গুলোকে কুতুপালং এর ট্রানজিট সেন্টার ও বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কাজ চলছে এবং WFP তাদের খাদ্য সরবরাহ করছে সোমবার থেকে তাদের বাসস্থানের জন্য আসবাবপত্র বিতরণ করা হবে।

তিনি বলেন অগ্নিকান্ডের ঘটনায় সন্দেহভাজন ১ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে। এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আগুনের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে , ২০২১ সালে ২২ মার্চ একই ক্যাম্প সহ পাশ্ববর্তী তিনটি ক্যাম্পে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় আগুনে দশ হাজারেরও বেশি বসতঘর পুড়ে যায়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com