ঢাকাশনিবার , ৩১ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রুমায় ফের ভাল্লুকের আক্রমন – আহত -১

প্রতিবেদক
সিএনএ

জুলাই ৩১, ২০২১ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

রুমায় ফের ভাল্লুক আক্রমন, আহত ১

নিজস্ব প্রতিবেদন :
বান্দরবানের রুমা উপজেলার নিজ জুমে কাজ করতে গিয়ে ভালুকের আক্রমণের ১জন আহত হয়েছে। আহত হলেন, প্রুসাউ মারমা (৪৭) তিনি নিয়ংক্ষ্যং পাড়ার গ্রামে মংদাক মারমা ছেলে।

৩০ জুলাই শুক্রবার দুপুরে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের হ্যাপিহীল পাড়া এলাকার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে নিজ জুমে কাজ করতে যায় বাবা এ তার ছেলে। পরে জুম হতে ঝিড়িতে কলা কাটতে গেলে ভালুকের সাথে সরাসরি দেখা হলে ভাল্লুকে আক্রমণের শিকার হয় প্রুসাউ মামা(৪৭)। ফলে ছেলে চিল্লাচিল্লি করতে থাকলে ভাল্লুক আক্রমনে প্রসাউ মারমা মারাত্মক জখম হয়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহতকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন রুমা উপজেলা সাংবাদিক চনুমং মামা।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com