ঢাকামঙ্গলবার , ৬ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলে PRESS স্টিকার লাগিয়ে যাত্রী বহন, চট্টগ্রামে র‌্যাবের হাতে আটক

প্রতিবেদক
সিএনএ

জুলাই ৬, ২০২১ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

মূলপাতাচট্টগ্রাম নগর
মোটরসাইকেলে PRESS স্টিকার লাগিয়ে যাত্রী বহন, চট্টগ্রামে র‌্যাবের হাতে আটক
আলোকিত প্রতিবেদক ৫ জুলাই ২০২১ ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার
লকডাউনে ’PRESS’ স্টিকার লাগিয়ে মোটরসাইকেল, মাইক্রোবাস ও অটোরিকশায় বহন করা হচ্ছে যাত্রী। এবার সক্রিয় সিন্ডিকেটের তিনজন ধরা পড়েছে র‌্যাবের জালে। তারা দীর্ঘদিন ধরে PRESS স্টিকার লাগিয়ে নগর ও জেলায় যাত্রী নিয়ে দাপিয়ে বেড়াত বলে নিশ্চিত করেছেন র‌্যাব।

আটক করা ওই তিনজনই সাংবাদিক পরিচয়ে মোটরসাইকেলের সামনে লেখা ছিল ’PRESS’। তবে র‌্যাবের চোখ ফাঁকি দিতে পারেননি তাঁরা।

সোমবার (৫ জুলাই) দুপুরে নগরের টাইগারপাস মোড় এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৭ এর সদস্যরা।

র‌্যাব জানায়, সোমবার সকালে টাইগারপাস মোড়ে র‌্যাবের চেকপোস্ট বসানো হয়। এসময় মোটরসাইকেলে ’PRESS’ স্টিকার লাগিয়ে ভাড়ায় যাত্রী পরিবহনের সময় তিনজনকে আটক করা হয়। ওই তিন ভুয়া সাংবাদিক নিজেদের ‘আলোকিত প্রতিদিন’ পত্রিকার সাংবাদিক পরিচয় দেন।

পরে যাত্রী পরিবহনের অভিযোগে ওই তিনজনকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের ভ্রাম্যমাণ আদালত।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com