ঢাকাবৃহস্পতিবার , ২২ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্টে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ ছাত্র নেতা নিহত

প্রতিবেদক
সিএনএ

জুলাই ২২, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি প্যারাসেলিং পয়েন্টে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্র নেতা নিহত হয়েছেন।

এরা হলেন- কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফ চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সিটি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক কফিলউদ্দিন রিফাত।

এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২১ জুলাই) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা গেছে, ঈদের ছুটিতে একাধিক মোটরসাইকেল নিয়ে কয়েকজন বন্ধু মেরিন ড্রাইভ সড়কে বেড়াতে যান।

ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ধরনের মর্মান্তিক ঘটনা কারও জীবনে যেন না আসে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com