ঢাকাসোমবার , ১১ জুন ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

মাদক নির্মুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

প্রতিবেদক
সিএনএ

জুন ১১, ২০১৮ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বার্তা প্রেরক: জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা মাসিক আইন-শৃংখলা কমিটির সভা। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উদযাপনে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের ভ্রমনে যাতে নিরাপত্তাজনিতসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কোন প্রকার বাঁধাগ্রস্ত না হয় সেদিকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নজর রাখার পরামর্শ প্রদান করেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইন-শৃংখলা পরিস্থিতি সম্পর্কেও খোঁজ-খবর নেন জেলা প্রশাসক। এ ছাড়া তিনি আরও বলেন, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে আইন-শৃংখলা রক্ষাকারি বাহীনীর সহযোগীতায় ও জেলাবাসীর সকলের প্রচেষ্টায় অনেকখানি এগিয়ে গেছি আমরা। এগুলো একবোরে নির্মুল করতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরিয়ে নেয়ার পরও এখনও যারা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে নিরপাদ আশ্রয়ে সরে যেতে কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। সভায় পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশরাফুল আফসার, উপজেলা নির্বাহী কর্মককর্তাবৃন্দ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য এ থিন রাখাইন,সিভিল সার্জন ডা: আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি, সহ-সভাপতি রেজাউল করিম, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারী দপ্তর ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com