ঢাকারবিবার , ২৫ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়ন পেলেন বদির স্ত্রী শাহীনা ও আশেক উল্লাহ

প্রতিবেদক
সিএনএ

নভেম্বর ২৫, ২০১৮ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

জসিম সিদ্দিকী, কক্সবাজার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে (টেকনাফ-উখিয়া) আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বির্তকিত ও সমালোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী। ২৫ নভেম্বর সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু হয়েছে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছেন বলে জানাগেছে।
এদিকে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে একই আসনে আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন প্রাপ্তির বিষয়টি মুঠোফোনে এ প্রতিবেদককে নিশ্চিত করে আশেক উল্লাহ রফিক বলেছেন, ২৫ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে এ আসনে দলীয় মনোনয়ন প্রাপ্তির পত্রটি তাঁকে হস্তান্তর করা হয়। এনিয়ে কক্সবাজার ২ ও ৪ আসনের ভোটারদের মাঝে গরম হিসেব-নিকেষ শুরু হয়েছে।

সম্পর্কিত পোস্ট