ঢাকাশনিবার , ২৬ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ভুঁইফোড় অনলাইনের বিরুদ্ধে সহসা ব্যবস্থা

প্রতিবেদক
সিএনএ

জানুয়ারি ২৬, ২০১৯ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ভুঁইফোড় অনলাইনের বিরুদ্ধে সহসা ব্যবস্থা: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশে ভুঁইফোড় অনলাইন গণমাধ্যমগুলো চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তথ্যমন্ত্রী। এর আগে নবম ওয়েজ বোর্ডের সুপারিশ পরীক্ষা করে চূড়ান্ত করতে পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, কিছু অনলাইন আছে যেগুলো সত্যিকার অর্থে ভালো সংবাদ পরিবেশন করে। যেগুলোর প্রয়োজন আছে। অনলাইনের অবশ্যই প্রয়োজন আছে। এটা আজকের পৃথিবীর বাস্তবতা। কিন্তু কিছু ভুঁইফোড় অনলাইন আছে যারা সত্য সংবাদের চেয়ে প্রপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত। এগুলোকে চিহ্নিত করা হচ্ছে।

তিনি বলেন, দেশের সব অনলাইনের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সম্প্রচার নীতিমালার আলোকে আমরা এগুলোর রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব। এতে যেগুলো ভুঁইফোড় অনলাইন সেগুলো অটোমেটিক্যালি পেজ আউট হয়ে যাবে। এ ব্যাপারে কাজ চলছে। সহসা আমরা এটা করব।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com