ঢাকাশুক্রবার , ১৭ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে কেএনএফ নারী শাখার প্রধান কুকি চিন আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক

মে ১৭, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স:

বান্দরবানে পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফের) নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বম (৪২) কে আটক করেছে র‍্যাব-১৫ সদস্যরা।
শুক্রবার (১৭ মে) ভোরে সদর উপজেলার লাইমী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আইনশৃংখলা বাহিনী জানায়, আটক সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত আকিম বম কেএনএফ বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলা অঞ্চলের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক।
এক ক্ষুদে বার্তায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান। তিনি জানান, আকিম বমকে লাইমী পাড়া থেকে আটক করেছে র‌্যাব-১৫। কুকি-চিনের এই সমন্বয়ক দেশে-বিদেশে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত।
এ ঘটনায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে প্রেস ব্রিফিং করা হবে বলে র‍্যাবের পক্ষ হতে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com