কক্সবাজার: বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এবারও কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসানো উৎসব। আগামী ২৫ অক্টোবর দুপুরে রামুস্থ চেরাংঘাটাস্থ বাঁকখালী নদীতে এ উৎসব অনুষ্ঠিত হবে। এবার উপজেলার বিভিন্ন গ্রামের সাতটি কল্প জাহাজ নদীতে ভাসানো হবে। রামু উপজেলা বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পুরাকীর্তি সংরক্ষণ পরিষদ ফানুস উত্তোলন ও জাহাজ ভাসানো উৎসবের আয়োজন করছে।
রামু উপজেলা বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পুরাকীর্তি সংরক্ষণ পরিষদ এর সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, ঐতিহ্যবাহী এ উৎসবকে প্রতি বছরের মতো জাঁকজমক এবং উৎসব মুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন করতে নানা বিষয়ে সিদ্বান্ত গ্রহন করা হয়।