ঢাকাবৃহস্পতিবার , ৩১ মে ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বন্দুকযুদ্ধে নেত্রকোণার মুজিবুর রহমান নিহত

প্রতিবেদক
সিএনএ

মে ৩১, ২০১৮ ২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোণার শীর্ষ মাদক ব্যবসায়ী ১০ মামলার আসামী মুজিবুর রহমান নিহত হয়েছেন। ২৯ মে দিবাগত রাত ১২টার দিকে র‌্যাবের একটি দল মাদক ব্যবসায়ীদের আটকের উদ্দেশ্যে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, মাদক ব্যবসায়ীদের একটি দল কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোণার শীর্ষ মাদক ব্যবসায়ী ১০ মামলার আসামী মুজিবুর রহমান (৪২) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান-শুটার গান , ৫টি গুলি ও খালি খোসা এবং ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটির আহ্বায়ক ছিলো বলে জানাগেছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com