বঙ্গবন্ধু বিশ্ববন্ধু
পৃথ্বীশ চক্রবর্ত্তী
বঙ্গবন্ধু শুধু শুধু
বঙ্গবন্ধু নন
তিনি হলেন বিশ্ববন্ধু
জ্ঞানী-গুণী কন।
নিপীড়িতের, নির্যাতিতের
ছিলেন প্রিয়জন
তাইতো তাঁকে বন্ধু ভাবতো
জনসাধারণ।
অসহায়দের সহায় তিনি
দুর্বলের হন বল
গরিব দুখীর পক্ষে কথা
বলতেন অনর্গল।
এমন বন্ধু পৃথিবীতে
হয়নি দুটি আর
বঙ্গবন্ধু বিশ্ববন্ধু
তোমায় নমোস্কার।’