ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাল্টে যাচ্ছে খুরুশকুলের চেহারা, উদ্ভোধনের অপেক্ষায় স্থানীয়রা।

প্রতিবেদক
আনোয়ার হোছন

সেপ্টেম্বর ১২, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

পাল্টে যাচ্ছে খুরুশকুলের চেহারা, উদ্ভোধনের অপেক্ষায় স্থানীয়রা।

(আনোয়ার হোছন)

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের চেহারা পাল্টে দিচ্ছে বাকঁখালী সেতু। সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকঁখালী সেতুর উদ্ভোধনের অপেক্ষায় দিন গুনছেন খুরুশকুলের স্থানীয় বাসিন্দারা। পর্যটন নগরী কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বতর্মান সরকারের পরিকল্পনার বেশ কয়েকটি মেগা প্রকল্প চলমান আছে। তারই অংশ হিসাবে বতর্মান সরকারের উন্নয়নের জোয়ারে ভাসছে সদরের খুরুশকুল। বাকঁখালী ব্রিজটি চালু হলে বদলে যাবে স্থানীয়দের জীবন মান, পাল্টে যাবে পরিবেশ, সমৃদ্ধ হবে অর্থনীতি এমনটাই ধারণা করছেন খুরুশকুলের সচেতন সমাজ।

তিন দিকে নদী ও এক দিকে পাহাড় বেষ্টিত খুরুশকুল ইউনিয়নে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। খুরুশকুল মনু পাড়া ও হাটখোলা পাড়া এলাকায় চলমান আছে মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্প। প্রকল্পটি ২০২০সালের নভেম্বরে একনেকে অনুমোদন হওয়ার পর থেকে বাংলাদেশ সেনা বাহিনীর তত্বাবধানে শুরু হয় কার্যক্রম। এই প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে ১১৯টি পাঁচ তলা ভবন নির্মাণ অন‍্যতম। যার মধ্যে প্রধানমন্ত্রী টাওয়ার নামীয় ১০তলা ভবনটি বিশেষ আকর্ষনীয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ২০টি ভবনের উদ্ভোধন পূর্বক বাস্তচ‍্যুত ভূমিহীনদের পূনর্বাসনের জন্য হস্তান্তর করেছেন। অবশিষ্ট ভবন নির্মাণে দিন-রাত কাজ করে যাচ্ছে নির্মাণ শ্রমিকরা। খুরুশকুলের এই বিশেষ আশ্রয়ন প্রকল্পের পাশা-পাশি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও নৌ-বাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে টেকসই বেড়িবাধ। যেই বেড়িবাধ বিভিন্ন প্রাকৃতিক ঘুর্নিঝড় ও জলোস্বাস থেকে রক্ষা করবে খুরুশকুলকে। বিশেষ আশ্রয়ন প্রকল্পের আওতাধীন শুটকি মহালটি বাস্তবায়িত হলে বদলে যাবে খুরুশকুলের স্থানীয়দের অর্থনৈতিক কাঠামো। মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্পটিকে জেলা শহরের সাথে সংযুক্ত করতে ২শ কোটি টাকা ব‍্যায়ে কস্তুরা ঘাটে নির্মাণ করা হচ্ছে এই বাকঁখালী সেতু। যার নির্মাণ কাজ শেষ পর্যায়ে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে এমনটাই প্রত্যাশা ব্রীজের নির্মান শ্রমিকদের। এই সেতুটি চালু হলে বদলে যাবে খুরুশকুলের ৯০ হাজার মানুষের ভাগ্য। নির্মাণাধীন বাকঁখালী সেতুটিকে ঘিরে খুরুশকুলে জমির দাম বেড়েছে প্রায় ১০গুন। মৌজা মূল্যে কম থাকায় খুরুশকুল জমে উঠেছে হুলোস্থুল জমির ব্যবসা। এতে করে আর্থিকভাবে সাবলম্বি হচ্ছেন স্থানীয়রা। কক্সবাজার জেলা শহরকে সিটি কর্পোরেশন ঘোষনা করা হলে খুরুশকুল ইউনিয়ন সিটি কর্পোরেশনের আওতায় আসবে এমনটাই প্রত্যাশা করছেন খুরুশকুলের সচেতন মহল।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com