ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পরিত্যক্ত পৃথিবী” সাহিত্য পত্রিকার কমিটি গঠন ২০২৪-২০২৫ ঘোষণা, অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক স্বপন কান্তি দে

প্রতিবেদক
বিউট দাশ - কলকাতা

ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিউটি দাশ :

কলকাতা-ভারত

কবি- লেখকদের সম্মাননের দিক বিবেচনা পূর্বক “পরিত্যক্ত পৃথিবীর” সাহিত্য পত্রিকার লক্ষ্য নিয়ে “পরিত্যক্ত পৃথিবী” সাহিত্য পত্রিকার কমিটি গঠন করা।
★উপদেষ্টা পরিষদ কমিটি সদস্য হলেন যাঁরা,
বিশ্ব বরণ্য সাহিত্যিক পৃথ্বীরাজ সেন,বীর মুক্তিযোদ্ধা-কবি আখম সিরাজুল ইসলাম,
,বিশিষ্ট কবি-সাংবাদিক বরুণ চক্রবর্তী,প্রতিষ্ঠাতা-দক্ষ সংগঠক-কবি লুৎফুর রহমান চৌধুরী,শিশু সাহিত্যিক- সংগঠক- কবি-মানিক চক্রবর্তী,সাবেক ডি সি-বিশিষ্ট কবি তন্ময় হারিস, জনকণ্ঠেরর সিনিয়র সাংবাদিক- সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা- প্রদ্বীপ কুমার রায়,প্রতিষ্ঠাতা,সংগঠক-কবি শাহ্ কামাল আহমেদ, প্রতিষ্ঠাতা- সংগঠক-কবি চন্দ্র নাথ বসু,বিশিষ্ট কবি- সুব্রত ভট্টাচার্য,বিশিষ্ট কবি মৃণাল কান্তি পন্ডিত, কণ্ঠশিল্পী- সুরকার-শিক্ষক,সোহরাব হোসেন বিজু

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন যাঁরা,
১)সভাপতি-শেখ তিতুমীর আকাশ ২)সহ সভাপতি- ত্রিলোচন ভট্টাচার্য ৩) সাধারণ সম্পাদিকা-বিউটি দাশ ৪)সহ সাধারণ সম্পাদিকা-মধূমিতা ধূত। ৫)সাংগঠনিক সম্পাদক-শহিদুল ইসলাম লিটন ৬) সহ সাংগঠনিক সম্পাদক- আশীষ মন্ডল ৭) তথ্য ও প্রচার সম্পাদক-শ্রী বিপুল চন্দ্র রায় ৮) সহ তথ্য ও প্রচার সম্পাদক- রাজন দেবনাথ ৯) কোষাধ্যক্ষ- পিনাকী গাংগুলি ১০) সহ কোষাধ্যক্ষ-সেলিম তালুকদার আকাশ ১১) দপ্তর সম্পাদক-তাপস কুমার বর ১২) সহ দপ্তর সম্পাদক-নিউটন দাশ
১৩) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা- সাবিনা সিদ্দিকী শিবা ১৪) সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- প্রদ্যোৎ কাঞ্জিলাল
১৫) শিক্ষা সম্পাদিকা- মৌসুমি ডিংগাল ১৬) সহ শিক্ষা সম্পাদিকা-স্বাগতা দাস ১৭) মহিলা বিষয়ক সম্পাদিকা- অমিতা বর্দ্ধন ১৮) সহ মহিলা বিষয়ক সম্পাদিকা- সংগীতা কর ১৯) সমাজ কল্যাণ সম্পাদক-সোহারব হোসেন ২০) সহ সমাজ কণ্যাণ সম্পাদক-সাংবাদিক স্বপন কান্তি দে (বাংলাদেশ) ২১) অর্থ সম্পাদক-সৈকত দাশ ২২) সহ অর্থ সম্পাদক-অনিরুদ্ধ ধর সুমন ২৩)স্নেহা দাশ-সদস্য ২৪)অজয় মজুমদার –সদস্য ২৫) আনিকা-সদস্য ২৬) রণিকা মাধুরি-সদস্য ২৭) আশীষ বিশ্বাস-সদস্য ২৮)লিটন কান্তি দাশ-সদস্য।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com