ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ডায়মন্ড সিমেন্ট ব্যবসায়ীদের মতবিনিময় সভা ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

প্রতিবেদক
সংবাদ প্রতিবেদক

সেপ্টেম্বর ৪, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ প্রতিবেদক

কক্সবাজারে ডায়মন্ড সিমেন্টের উদ্যোগে সিমেন্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর (শনিবার) সকালে পর্যটন শহরের দ্যা কিং অফ কক্সবাজার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের
হেড অফ সেলস(চট্টগ্রাম) আব্দুর রহিম, কক্সবাজার জেলা ষ্টীল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম সিকদার, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ্ কায়সার, কক্সবাজার সদর ষ্টীল এন্ড সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ, ডায়মন্ড সিমেন্টের সিনিয়র ম্যানেজার (সেলস) ফজলুল কাদের,সিনিয়র ম্যানেজার(টেকনিক্যাল সার্ভিসেস) ইশতিয়াক রায়হান মাহমুদ। এছাড়াও ডায়মন্ড সিমেন্ট এর সিনিয়র ম্যানেজার(ব্র‍্যান্ড এন্ড কমিউনিকেশন) মো: আমান উল্লাহ চৌধুরী, ডায়মন্ড সিমেন্ট এর ডিলার এমকে ট্রেডার্স এর পরিচালক বদরুল হক ছোটন, মারজান এন্টারপ্রাইজের ম্যানেজার আবুল বশর তালুকদার, বোরাক ট্রেডিং এর ম্যানেজার শাহাবুদ্দিন, ডায়মন্ড সিমেন্টের এসিস্টেন্ট ম্যানেজার (সেলস) মহিব উল্লাহ, এক্সিকিউটিভ কায়সার হামিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডায়মন্ড সিমেন্টের এমডি লায়ন মো: হাকিম আলী। সভায় বক্তারা ডায়মন্ড সিমেন্টের গুণগত মান সম্পর্কে ভোক্তাদের সচেতন করা এনং বাজারে সিমেন্টের সুষ্ঠু সরবরাহ বজায় রাখার তাগিদ দেন।
সভাপতির বক্তব্যে লায়ন মো: হাকিম আলী বলেন, বাজারে সেরা মানের নিশ্চয়তা ও এর ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে ডায়মন্ড সিমেন্ট অঙ্গীকারবদ্ধ। এতে তিনি সকল ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠান শেষে সকল ব্যবসায়ীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com