ঢাকাবৃহস্পতিবার , ১১ অক্টোবর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ৫৫০মিটার জেটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
সিএনএ

অক্টোবর ১১, ২০১৮ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল আলীম নোবেল:কক্সবাজারের টেকনাফে নবনির্মিত ৫৫০মিটার দীর্ঘ জেটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১ অক্টোবর ৩১ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত এই জেটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে কক্সবাজার প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য আবদুর রহমান বদি, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো: কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমেদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মীর্জা মো: ইফতেখার আলী, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com