ঢাকাসোমবার , ৬ আগস্ট ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ মৌলভী আটক

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ৬, ২০১৮ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১ লক্ষ ৭০ হাজার ইয়াবাসহ মৌলভী আরমান (৪৫) কে আটক করা হয়েছে। ৫ আগষ্ট দিনগত রাত ৮টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপের উত্তরপাড়াস্থ নিজ বাড়ী থেকে মৌলভী আরমান আটক করা হয়। আটক মৌলভী আরমান ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিক্তিতে একদল পুলিশ মৌলভী আরমানের বাড়ীর পাশের সুপারী বাগানে অভিযান চালানো হয়। সেখানে একটি ড্রামের ভেতর ইয়াবা ভর্তি বস্তা পাওয়া যায়। আটক ব্যক্তি একজন শীর্ষস্থানীয় ইয়াবা পাচারকারী বলে জানান ওসি। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com