নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের গুলিতে আবু ইয়াছের (২২) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। ৩১ আগস্ট শুক্রবার বিকাল ৪ টার দিকে টেকনাফ উপজেলার লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই ঘটনা ঘটে। নিহত আবু ইয়াছের ওই রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইসলামের ছেলে।
টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, টেকনাফের নেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ছৈয়দ আলমের সাথে নিহত রোহিঙ্গা যুবক আবু ইয়াছেরের ইয়াবা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বিকাল ৪ টার দিকে আবু ইয়াছেরকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবু ইয়াছেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যাকারিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।