ঢাকাবুধবার , ৫ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে বেসরকারী ক্লিনিক পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত

প্রতিবেদক
সিএনএ

ডিসেম্বর ৫, ২০১৮ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জসিম সিদ্দিকী: কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার বেসরকারী ক্লিনিক সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় তিনি ওই ক্লিনিক পরিদর্শন করেন। প্রায় ঘন্টাব্যাপী পরিদর্শনে তিনি ক্লিনিকের নানা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালনাধীন এই ক্লিনিকের কার্যক্রম অনুধাবন করে তিনি বেশ সন্তুষ্ট হন। পাশাপাশি তিনি এ ক্লিনিক ও কার্যক্রমকে আরো বেগতিক ও যুগোপযোগি করতে সার্বিক সহযোগিতা করার আশ্বস্থ করেন। এ সময় মিশন ডিরেক্টরের ডেরিক ব্রাউন, সিওপি সিনিয়র ড. সুকুমার ও জেমস্ এল গ্রিফিন এনটিএর আব্দুল মতিন ও শেখ নজরুল ইসলাম এবং ক্লিনিক ম্যানেজার অজয় কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।  মার্কিন রাষ্ট্রদূত ক্লিনিকের কার্যক্রম নিয়ে কথা বলেন, ক্লিনিকের কমিটি মেম্বার ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচকে আনোয়ার, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোয়ারী ও পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর হাসান টিটু।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com