জসিম সিদ্দিকী, কক্সবাজার :কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বত্তরা। এতে গাড়ীর পেছনের কাঁচ ভেঙ্গে গেলেও গাড়ীতে থাকা সংসদ সদস্য আবদুর রহমান বদি, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, টেকনাফ পৌর কাউন্সিলর ফরিদুল আলম অক্ষত রয়েছেন। প্রয়াত জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আহমদ হোসেনের মেজবান থেকে ফেরার পথে শুক্রবার (৩০ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফের হোয়াইক্ষ্যং কাঞ্জরপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এসময় অপর একটি গাড়িতে আবদুর রহমান বদির স্ত্রী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী শাহীন আক্তার ছিলেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় গাড়ীর পেছনের কাঁচ ভেঙ্গে গেছে। তবে কে বা কারা গাড়িতে গুলি করেছে তা তদন্ত করে দ্রুত বের করার চেষ্টা চলছে।