ঢাকাবৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেন আসামি

প্রতিবেদক
সিএনএ

আগস্ট ৫, ২০২১ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে পুলিশের ওপর হামলা চালিয়ে হাবিবুর রহমান হাবিব নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। বুধবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোড়া পাড়ায় এ ঘটনা ঘটে।

হাতকড়াসহ ছিনিয়ে নেয়া ওই আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক, অস্ত্রসহ ছয় মামলার আসামি টেকনাফ ছোট হাবির পাড়ার বাসিন্দা হাবিবুর রহমান হাবিব ওরফে মগু দীর্ঘদিন ধরে পলাতক। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক রাফিসহ একটি টিম তাকে গ্রেফতার করে। আসামিকে থানার দিকে নিয়ে আসার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) মৌলভি সৈয়দুল ইসলামের নেতৃ্ত্বে আসামির স্বজনরা এগিয়ে এসে লোহা রড, দা, কিরিচসহ ইট-পাটকেল ছুড়ে পুলিশের ওপর হামলা চালান। এক পর্যায়ে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান তারা।

এ ঘটনায় এসআই রাফিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এসআই রাফিকে কামড়ে আহত করে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নেয়া আসামিকে গ্রেফতারসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com