ঢাকাশনিবার , ৩ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে গৃহ বধূর মরদেহ উদ্ধার, স্বামী পালাতক

প্রতিবেদক
সিএনএ

জুলাই ৩, ২০২১ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নে শ্বশুর বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।

শনিবার (৩ জুলাই) বিকেলে টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত শাহিনুর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে। গত তিন বছর আগে পারিবারিকভাবে ছৈয়দ আহমদের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের এক বছরের শিশু সন্তান রয়েছে।

নিহত গৃহবধূ শাহিনুর (২০) ওই গ্রামের ছৈয়দ আহমদের স্ত্রী । পরিবারের অভিযোগ তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ছৈয়দ পলাতক রয়েছেন।

নিহতের ভাই মো ফারুক জানান, শ্বশুর বাড়ি থেকে হঠাৎ ফোন করে বলে শাহিনুর অজ্ঞান হয়ে গেছে। খবর শুনে আমরা এসে দেখি বাড়িতে কেউ নেই, দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে খাটের উপর শাহিনুরের মরদেহ দেখতে পাই। তার গলায় রশির চিহ্ন দেখা যায়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com