ঢাকারবিবার , ৬ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

জীবনের আলোর পথ- সম্পাদকীয় কলাম

প্রতিবেদক
সিএনএ

জুন ৬, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

জীবনের আলো এই ভাবে নিভে যাবে। সরে যাবে পায়ের নিচের মাটি।ঠাঁই হবে সাড়ে তিন হাত জায়গায়। তাহলে কেন মানুষে – মানুষে এত তফাৎ। কেউ থাকে উপরে, কেউ থাকে নিচে, আবার কেউ থাকে ফুটপাতে। কেন মানুষে – মানুষে এত হানাহানি। লোভ- লালসার পড়ে ভুলে যায় মহান সৃষ্টিকর্তাকে। আসুন সব হানাহানি, ভেদাভেদ ভুলে গিয়ে মানব সেবায় ব্রত হই। আসুন সহযোগিতার হাত বাড়াই অসহায়দের প্রতি। স্মরণ করি যে আমাদের কে সৃষ্টি করছে সেই মহান সৃষ্টিকর্তাকে। যিনি পরকালে আমাদের কে ভালো রাখবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com