ঢাকামঙ্গলবার , ২০ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যান রহিম উল্লাহ’র জানাযা সকাল সাড়ে ১০টায়

প্রতিবেদক
সিএনএ

নভেম্বর ২০, ২০১৮ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

জসিম সিদ্দিকী: কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিম উল্লাহ ইন্তেকাল করেছেন। ২০ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার শহরের হোটেল সাগর গাঁওয়ে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
হোটেল সাগর গাঁওয়ের ব্যবস্থাপক ও জিএম রহিম উল্লাহর শ্যালক শাহেদুল ইসলাম জানান, জিএম রহিম উল্লাহ মাঝে মাঝে হোটেল সাগর গাঁওয়ে এসে রাত যাপন করতেন। গতকাল সোমবার রাতেও এসে হোটেলের চার তলার ৩১৬ নং কক্ষে ঘুমাতে যান। নিয়মিত তিনি সকালে হোটেলের বয়দের ফোন করে নাস্তা আনাতেন। কিন্তু মঙ্গলবার তিনি তা করেননি। দুপুর ২টা পর্যন্ত ঘুম থেকে উঠেননি। হোটেল বয়রা কয়েকবার গিয়ে দরজা ধাক্কা দিয়েছেন। কিন্তু কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে খবর পেয়ে শাহেদুল ইসলাম এসেও দরজা ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে ভ্যান্টিলেটর দিয়ে উঁকি মেরে দেখেন জিএম রহিম উল্লাহ ঘুমিয়ে আছেন। এরপর ২টা ৪০ মিনিটে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে দেখা গেছে তিনি ইন্তেকাল করেছেন। জিএম রহিমুল্লাহ কক্সবাজার সদরের ভারুয়াখালীর বানিয়াপাড়ার বাসিন্দা মৃত. আব্দুল হাকিমের ছেলে। তিনি ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি ৪ মেয়ে ও ১ ছেলের জনক। এদিকে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জিএম রহিম উল্লাহ’র নামাজে জানাযা ২১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং বাদে জোহর ভারুয়াখালীতে অনুষ্ঠিত হবে। মরহুমের স্বজনেরা এ তথ্য নিশ্চিত করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com