চীনের প্রযুক্তি এবং অবকাঠামো নির্মাণে দক্ষতা সম্পর্কে সবারই কমবেশি জানা। অল্প সময়ে বড় বড় দালান নির্মাণ করে বার বার আলোচনায় এসেছে দেশটি। এবার প্রায় ২৯ ঘণ্টায় ১০ তলা বাড়ি বানিয়ে আবারও শিরোনাম হয়েছে চীন।
দেখে বোঝার উপায় নেই একদিনেই একটি ১০তলা বহুতল ভবন দাঁড়িয়ে গেছে। সম্ভব হয়েছে চীনের দক্ষ কারিগরদের পরিশ্রমেই। হুনান প্রদেশের চ্যাংশায় মাত্র ২৮ ঘণ্টা ৪৫ মিনিটে ১০ তলার বাড়িটি তৈরি করেছে চীনের বোর্ড গ্রুপ। ১০ তলা বাড়িটি ২ হাজার ৯৪৮ বর্গমিটারের। নিচ তলা বাড়ির বাসিন্দাদের ব্যবহারের জন্য রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিটিতে দুটি করে মোট ২০টি ফ্ল্যাট রয়েছে।
একদিনেই এমন শক্তিশালী অবকাঠামো নির্মাণে ইতোমধ্যে সাড়া পড়েছে বিশ্বে। অনেকেই ভবনটি দেখার জন্য আগ্রহ দেখিয়েছেন। এ বিষয়ে নির্মাণ প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবনটি শতভাগ স্টেইনলেস স্টিলের তৈরি। অন্য যে কোন ভবন থেকে একশ গুণ মজবুতের দাবি তাদের। এমনকি বড় ধরনের ভূমিকম্পও সহনীয়।
বাড়ি তৈরির কাজে লাগানো হয়েছে ৩টি ক্রেন। অন্যদিকে শ্রমিকের সংখ্যা কিন্তু বেশ কম। মাত্র পঞ্চাশেক শ্রমিক মিলেই তৈরি করে ফেলেছেন বাড়িটি। ক্রেনের সাহায্যে একটি বোল্ডারের উপর আরেকটি বসানোর পর সেগুলি দ্রুত সংযোগ করা হয়। এরপর ইলেক্ট্রিক এবং পানির লাইনসহ যাবতীয় প্রয়োজনীয় জিনিস বসানো হয়। এতটাই নিখুঁতভাবে সব কিছু সাজানো হয়েছে যে পরবর্তীতে ভবনটিতে প্লাস্টার করারও প্রয়োজন হয়নি।
এভাবে বাড়ি বানানোর পদ্ধতিকে বলা হয় মডিউলার হাউজিং। স্বল্প সময়ে দ্রুত ভবন বানানো যায় বলে অনেক শহরে এখন মডিউলার হাউজিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। ভারতীয় ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠান ফরচুন বিজনেস ইনসাইটসের তথ্য অনুযায়ী,বর্তমানে মডিউলার হাউজিংয়ের বৈশ্বিক বাজারের আকার ৭ হাজার ৬শ’ কোটি মার্কিন ডলারের।
আশ্চর্যজনক তথ্য হলো ১০তলা বাড়িটি এক স্থান থেকে অন্যস্থানে সরিয়ে নেওয়া সম্ভব। মজার ব্যাপার হচ্ছে আগামীতে এমন পদ্ধতি কাজিয়ে লাগিয়ে ২শ’ তলা ভবনও তুলে ফেলতে পারবে তারা।