ঢাকাবুধবার , ১২ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

প্রতিবেদক
সিএনএ

ডিসেম্বর ১২, ২০১৮ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জসিম সিদ্দিকী, কক্সবাজার : শীতার্থ রাতে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন দুই শতাধিক কম্বল বিতরণ করেছেন গতরাতে। শহরের বাস টার্মিনাল, মুক্তিযোদ্ধা মাঠ, জেলা প্রশাসন ভবন সংলগ্ন এলাকা, লালদিঘীর পাড় ও হলিডে মোড়সহ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব শীতের কম্বল বিতরন করা হয়েছে।
জেলা প্রশাসন ভবন এলাকায় কম্বল পেয়ে এক বৃদ্ধ বলেছেন, এবার বেশ উপকৃত হলাম। কেননা শীতের প্রথম ধাক্কায় পাওয়া এ কম্বল মাঘের শীত সামাল দিতে পারব।’ বৃদ্ধের মতে শীতের কষ্ট পাবার পর কম্বল পেয়ে লাভ কি ? এখন শীতের প্রারম্ভে যে কম্বল পেলাম তাই এবারের শীত নিবারণের জন্য যথেষ্ট সহায়ক হবে।
শীতার্থ মানুষগুলো যখনই এসব এলাকায় শুয়েছিলেন বা কেউ কেউ ঘুমিয়েছিলেন তাদেরই গায়ে তুলে দেয়া হয় কম্বলগুলো। কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেনর সাথে এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা যথাক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আশরাফ হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট