ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় উদযাপিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

মে ৯, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি:
গত ২৫ শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে পরিধি ছাড়িয়ে পাবলিকেশন প্রকাশনী সংস্থার উদ্যোগে শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে অনুষ্ঠিত হয়ে গেলো এক বর্ণাঢ্য কবি প্রণাম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পদান করে কবি প্রণাম এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পাবলিকেশন থেকে প্রকাশিত বেশ কিছু একক সংকলন এবং পরিধি ছাড়িয়ে পত্রিকা ও একটি অণুপত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও লেখক এবং কবিদের সম্মাননা ও কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডক্টর সমরেন্দ্রনাথ ঘোষ, মাননীয় অংশুমান চক্রবর্তী , মাননীয় বরুণ চক্রবর্তী, মাননীয় জয়ন্ত রসিক, মাননীয়া বিউটি দাশ, মাননীয় শিব শংকর বক্সী, মাননীয় সিদ্ধার্থ সিংহ, মাননীয় বিকাশ সরকার, মাননীয় অশোক মুখোপাধ্যায়, মাননীয় সুখেন মন্ডল, মাননীয়া অগ্নিশিখা এবং আরো অনেকে। প্রথমে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কবি শিবেন গুহ মহাশয়। বিভিন্ন বক্তা কবিগুরুর নানা রকম জীবনের দিক বক্তৃতার মধ্যে তুলে ধরেন। এই অনুষ্ঠানে কবি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিবব্রত মৈত্র, ডা: সীমা রায়,মাননীয় দুলাল সুর, মাননীয় পুষ্পক মন্ডল, মাননীয়া ডাক্তার সুশর্মা, মাননীয় মধুসূদন বাগ প্রভৃতি অভ্যাগত জন। প্রকাশনা সংস্থার কর্ণধার মাননীয়া মধুমিতা ধূত স্বাগত ভাষণ দেন। ভাষণে তিনি পত্রিকা প্রকাশ এবং একক সংকলন প্রকাশের নানা দিক তুলে ধরেন। তিনি ভবিষ্যতে এই প্রকাশনা সংস্থা থেকে আরো অনেক ভালো বই বেরোবে এ আশা করেন। উন্নত মানের বই প্রকাশের জন্য তিনি যে কোনরূপ আপস করবেন না সে কথা জোর দিয়ে বলেন।। পত্রিকার সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়া রঞ্জনা গুহ, মাননীয়,জয়দীপ রায় চৌধুরী,মাননীয় কুন্তল গুহ, মাননীয় সেখ মনিরুদ্দিন, মাননীয়া সুমিতা পয়ড়্যা প্রমূখ। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরুরে প্রতি শ্রদ্ধা নিবেদনে পূর্বক, সংগীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী স্নেহা দাশ, যা উপস্থিত কবিদের গভীর আনন্দ দেয়। এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য হলো যে লেখিকা চৈতালী ঘোষ এর উপন্যাস দখিনার মোড়ক উন্মোচন করা হয়। লেখিকা উপস্থিত না থাকলেও প্রকাশিকা মাননীয়া মধুমিতা ধূত নিজের দায়িত্বে এই বইটির মোড়ক উন্মোচন করেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে লেখক বা লেখিকার সঙ্গে প্রকাশনা সংস্থার কতটা অঙ্গাঙ্গী যোগাযোগ। এখানে উল্লেখ্য যে অণু কবিতার বই অনামিকা কবিদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে।কবিগুরুর জন্মদিনে এত সুন্দর অনুষ্ঠান উপহার পেয়ে উপস্থিত সমস্ত কবি এবং অতিথিরা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেন।সমগ্র অনুষ্ঠানটি সূচারুভাবে সঞ্চালনা করেন সাংবাদিক মাননীয় শুভদীপ রায়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com