ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কবিতা- দিবাস্বপ্ন- কবি- আমিনুল হক আমীন

প্রতিবেদক
এস কে দে - সম্পাদক

জুন ৩, ২০২২ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কবিতা
দিবাস্বপ্ন

আমিনুল হক আমীন
………………………..
আর কটা দিন পরে আসবো
তোমার কাছে তমা
ভালোবাসার সবটা না হয়
পড়েই থাকুক জমা।

আসবো বলে তোমার কাছে
কতো নিশি গুনি
নানান ফুলের মালায় গাঁথা
বুকেরই ফুলদানী।

কাছে আসবো পাশে বসবো
চেয়ে থাকবো তোমায়
তোমায় নিয়ে পাড়ি দেবো
বান্দরবনের রুমায়।

মিটিমিটি হাসছো তুমি
আসবো বলে আমি
তুমি আমার কতো প্রিয়
জানে অন্তরযামী।

ভাবছো তুমি আমার কথা
আকাশ পানে চেয়ে
প্রজাপতি যায় উড়ে যায়
রঙ্গিন পাখা বেয়ে

ঝিকিমিকি জোনাক পোকা
বসে তোমার খোঁপায়
ইচ্ছে করে তোমার কোলে
মুখটি আমার লুকাই।

কতো কথা আসে মনে
কতো ভাবি তোমায়
আমি আছি করাবাসে
দিবা স্বপ্নে ঘুমাই।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com