ঢাকারবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার জেলা ও উপজেলা প্রশাসনের পাহাড় কাটা বিরুদ্ধে যৌথ অভিযান।

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

সেপ্টেম্বর ২৯, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার জেলা ও উপজেলা প্রশাসনের পাহাড় কাটা বিরুদ্ধে যৌথ অভিযান।

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার বাস টার্মিনাল এর অদূরবর্তী কাটাপাহাড় নামক এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নীলুফা ইয়াসমিন চৌধুরী।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: জমিরউদ্দিন,জেলা প্রশাসন কক্সবাজারের আরডিসি জনাব মোহাম্মদ আবুল হাসনাত খান এবং কক্সবাজার সদর থানার এস আই জহিরুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি টীম উপস্থিত ছিলেন।

অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায় নি,পাহাড় কর্তনকারীরা পুর্বেই পালিয়ে যায়।এসময় পাহাড় কাটার শাবল, কোদাল, পানির পাইপ জব্দ করা হয় এবং পরিবেশ অধিদপ্তরকে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়।
পাহাড় কাটার বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিয়মিত অভিযান অব্যহত থাকবে এবং নিয়মিত মামলাসহ কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com