ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার চৌফলডন্ডি ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার।

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

সেপ্টেম্বর ২২, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজার চৌফলডন্ডি ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার।

প্রেস বিজ্ঞপ্তি:

রবিবার(২১ সেপ্টেম্বর ২০২৪) রাত ৭.৩০ ঘটিকায় গোপন সূত্রের ভিত্তিতে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের ৯ ইষ্ট বেংগল কর্তৃক পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও বিজিবি এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি টিম কক্সবাজার সদর উপজেলার চৌফলডন্ডি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য জরুরি অভিযান চালায়। অতঃপর যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। যার ফলে ঘটনাস্থল হতে অস্ত্রের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উক্ত এলাকা তল্লাশি করে ০৩ টি এল জি, ০১ টি এক নলা বন্দুক, ০৭টি কার্তুজ, ০১ টি দা, ০১ হাতুড়ী, ০৩ টি চাকু, ০২ টি চাপাতি, ফাকা দলিল দস্তাবেজ এবং গাঁজা পাওয়া যায়। জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে সন্ত্রাসীরা উক্ত এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com