জসিম সিদ্দিকী:বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে অংশ নিতে পর্যটন নগরী কক্সবাজারে এখন স্বাগতিক বাংলাদেশ সহ শেষ চারে ঠাই পাওয়া চারটি দল। ৯ অক্টোবর বেলা আড়াইটায় ফিলিপাইন ও তাজিকিস্তান দলের খেলার মধ্য দিয়ে প্রথম আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পরিচিতি লাভ করেছে কক্সবাজারের বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামটি। একই মাঠে ১০ অক্টোবর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও ফিলিস্তিন। এতে বাংলাদেশের জাতীয় দলের পক্ষে কক্সবাজারের চারজন খেলোয়াড়কে মাঠে দেখা যাবে। তারা হলের মহেশখালী উপজেলার কালারমারছড়ার তৌহিদুল আলম সবুজ, চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকা ইব্রাহিম,একই এলাকার সুশান্ত ত্রিপুরা এবং ডুলাহাজারা এলাকার আনিসুল ইসলাম জিকু। এদিকে কক্সবাজারের মাঠে বাংলাদেশ যেনো জয় পায় সে জন্য এই চার কৃতি ফুটবলার দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।