ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেক্স

জুন ৯, ২০২৪ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স:

কক্সবাজারের ঈদগাঁওয়ে বজ্রপাতে এক লবণশ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম নুরুল হুদা (৩৭)। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম নাপিতখালী এলাকার মৃত ছিদ্দিক আহমেদের ছেলে।
শনিবার (৮ জুন) দুপুর ১ টার দিকে মধ্যম নাপিতখালী রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
নুরুল হুদা লবণ মিলের গাড়ি লোড করার কাজ করছিলেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সালা উদ্দিন বাবুল জানান, নুরুল হুদা প্রতিদিনের মতো লবণ মিলের ট্রাকে লবণ লোড করতে বের হন। এ সময় বেশ কয়েকটি গাড়ি লোড করা হচ্ছিল, সময়ক্ষেপণ হচ্ছে দেখে বাসায় ফিরে আসছিলেন তিনি। আসার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে আহত হন নুরুল হুদা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার করে ঈদগাঁওয়ের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মেম্বার সালা উদ্দিন বাবুল।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com