ঢাকাশনিবার , ২৮ জুলাই ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে পাহাড় ধসে ১০ বাড়ি বিধ্বস্ত

প্রতিবেদক
সিএনএ

জুলাই ২৮, ২০১৮ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার: টানা বর্ষণে কক্সবাজারে একটি পাহাড় ধসে ১০ টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ৩ জন আহত হয়েছে। ২৮ জুলাই দুপুরে কক্সবাজারের বেসিক শিল্প নগরী এলাকার মুহুরি পাড়াস্থ পাহাড়ে এ ঘটনা হয়।
কক্সবাজার জেলা প্রশাসন জানায়, গত কয়েকদিনের টানা বর্ষণ হওয়ায় আগে থেকেই পাহাড় ধসের আশঙ্কা ছিল। এজন্য আগে-ভাগেই পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে চলে যেতে নির্দেশনা দেয়া হয়। সকালে শহরের বেসিক শিল্প নগরী এলাকার একটি পাহাড় ধসে পড়ে। এতে ১০ টি বাড়ি বিধ্বস্ত হয়ে ৩ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চিকিৎসা দেন। গতকাল দুপুরে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঝুঁকিপূর্ণ ১৫ বতসঘর উচ্ছেদ করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এ পর্যন্ত কক্সবাজারে প্রায় ৩০ টি পাহাড়ে লক্ষাধিক মানুষ রয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com