ঢাকামঙ্গলবার , ১৩ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

প্রতিবেদক
সিএনএ

নভেম্বর ১৩, ২০১৮ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার: কক্সবাজার সদরে খরুলিয়ার ডেইঙ্গাপাড়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে পিতার ছব্বির আহমদের (৪০) মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয় এবং রাত ৯টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত ছব্বির আহমদ পেশায় ভ্যানগাড়ি চালক। ঘাতক ছেলে রাসেল পালিয়ে গেছে। স্ত্রী শারমিন আক্তারকে আটক করেছে এলাকাবাসী।
নিহতের ছোট ভাই রমিজ আহমদ বলেন, তুচ্ছ বিষয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এ সময় বড় ছেলে রাসেল পিতাকে ছুরিকাঘাত করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ছব্বির আহমদের মৃত্যু হয়।
কক্সবাজার সদরের ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সোলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, এলাকাবাসী মুঠোফোনে খবর জানিয়েছে। সরেজমিন তদন্তের মাধ্যমে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট