ঢাকামঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে গৃহবধূকে ধর্ষণ মামলায় প্রধান দুই আসামি ৩ দিনের রিমান্ডে

প্রতিবেদক
সিএনএ ডেক্স

জানুয়ারি ৪, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিএনএ ডেক্স:
কক্সবাজারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক এবং দুই নম্বর আসামি মেহেদী হাসান বাবু ওরফে গুন্ডিয়ার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর এবং বিকেলে পৃথক শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকী এ আদেশ দেন।

এর আগে তাদের দুজনের জন্য সাতদিন রিমান্ডে নিতে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন।

তিনি জানান, সকালে এই মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে এবং বিকেলে মেহেদী হাসান বাবুকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ মামলার বাকী পাঁচ আসামির রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তবে তারা কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।

গত ২২ ডিসেম্বর স্বামী ও সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযাগে চারজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ভিকটিম নারীর স্বামী।

মামলার আসামি হলেন- শহরের বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম, মোহাম্মদ শফি ওরফে ইসরাফিল হুদা জয় ওরফে জয়া, মেহেদী হাসান বাবু ওরফে গুন্ডিয়া ও জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন। মামলায় এখন পর্যন্ত মোট সাতজন গ্রেপ্তার হয়েছে। প্রধান আসামি আশিককে গত ২৬ ডিসেম্বর মাদারীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে ঢাকার আদালতে তোলা হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com