কক্সবাজার:কক্সবাজার শহরে ইজিবাইকে ওড়না পেচিয়ে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। ৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে শহরের উত্তর নুনিয়ারছড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী নুসাইবা হোসেন নিরু স্থানীয় হাজী হাছন আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং ওই এলাকার মুহাম্মদ হোসেন ধলুর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া বাজারস্থ বরফমিলের সামনে লোকজন জড়ো হয়েছে। সেখানে গিয়ে দেখা যায় একটি ইজিবাইকের সিটে গলায় ওড়না পেচানো এক ছাত্রী পড়ে আছে। সিটের পাশে বই-খাতাও দেখা যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ওই ছাত্রীকে মৃত্যু ঘোষণা করে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন আবদুর রহমান জানান, হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।