আত্মগোপনে থাকা ইয়াবা ব্যবসায়ীরা ফের সক্রিয়
গত কয়েক মাস আগে পুলিশ ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল তখন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এরা আত্ম গোপনে চলে যায়,সারাদেশে যখন করবোনা ভাইরাস সংক্রমণের প্রভাব বৃদ্ধি পেলে সরকার লক ডাউন ঘোষণা করেন। এ সূযোগ আত্নগোপনে থাকা ইয়াবার বড় ছোট ব্যবসায়ী ও তাদের গডফাদারেরা যে যার অবস্থানে এসে আগের চেয়ে দ্বিগুন উৎসাহে ইয়াবা ব্যবসা সম্প্রসারণ করে চালিয়ে যাচ্ছে। এতে কক্সবাজার শহরে প্রতিটা এলাকায় খুন খারাপি বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসী তাদের অত্যাচারে অতিষ্ট। প্রশাসনের নিরব ভূমিকা কেন জনমনে প্রশ্ন? তাহলে কি প্রশাসন ম্যানেজ হয়ে গেছে। না হয় তারা ওপেন ব্যবসায় কি ভাবে চালিয়ে যাচ্ছে। এ ছাড়া। শহরের বৈদ্য ঘোন, পাহাড়তলী, ইসুলোর ঘোনা, এ বি সি ঘোনা, সমিতি বাজার, আশুর ঘোনা, সাহিত্যিকা পল্লী, আলী জাহাল, গরুর হাল্দা, লাইট হাউজ, ৬ নম্বর এলাকা, বিমান বন্দর এলাকা, সমিতি পাড়া, কলাতলী, কটেজ জোন, বাসটার্মিনাল সহ সর্বত্র এলাকায়, খুন চিন্তাই, অবৈধ নারী ব্যবসা হরদম চালিয়ে যাচ্ছে। বিস্তারিত পরে আসছে……….।