ঢাকাশনিবার , ২০ নভেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

ঔষধ প্রশাসন কক্সবাজার এর উদ্যোগে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ “পালন

প্রতিবেদক
সিএনএ

নভেম্বর ২০, ২০২১ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি:

ঔষধ প্রশাসন কক্সবাজার এর ও বাংলাদেশ কেমিস্টস্ & ড্রাগিষ্টস্ সমিতির সার্বিক সহযোগিতায় ” বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ “পালন। এ বৎসর এর প্রতিপাদ্য – Spread Awarenesউদ্যোগে, Stop resistance . ড্রাগ সুপার রোমেল মল্লিক এর নেতৃত্বে বি সি ডি এস নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সদর হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে পান বাজার সড়কের বি সি ডি এস কার্যালয়ে শেষ হয়।এরপর বি সি ডি এস জেলা শাখার সহ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন ড্রাগ সুপার রোমেল মল্লিক। উপস্থিত ছিলেন বি সি ডি এস জেলা সদস্য কনক কান্তি শর্মা,হাবিবুল ইসলাম, নারায়ণ দাশ,নিবেদন কান্তি,আবু কায়ছার লিটন, রাজু সেন, শেখ সেলিম, মুজিবুর রহমান, আশরাফুল আজিজ, মীর মোঃআঃমালেক, রুবায়েছুর রহমান, মোহাম্মদ ইলিয়াস,দেলোয়ার হোসেন, অসিত চৌধুরী,আবদুর রহিম,ভাস্কর দাশ, আজিম.., বিমল চৌধুরী অসিম চৌধুরী , রিংকু, উত্তম শীল, সহ শতাধিক ঔষধ ব্যবসায়ী।প্রধান অথিতি রোমেল মল্লিক বলেন – এন্টিবায়োটিক ব্যবহার ও সেবনে সচেতন হউন। প্রতিটি ঔষধ দোকানে ফার্মাসিস্ট ও এন্টিবায়োটিক রেজিষ্টার বাধ্যতামূলক সহ গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন । সভায় ঔষধ প্রশাসনের অাহবানে সাড়া দিয়ে “প্রেসক্রিপশন ব্যতিত এন্টিবায়োটিক বিক্রয় করব না ” মর্মে ব্যানারে অঙ্গিকার করেন ওষুধ ব্যবসায়ীগন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com